মঠবাড়িয়ায় এক হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মিজান হাওলাদার (৩০) নামের এক যুবককে এক হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানার এসআই ওসমান গনি, এসআই শাহাবুদ্দিন নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঝাউতলা নামক বাজার থেকে তাকে আটক করে। এ সময় তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মিজান পার্শবর্তী মোড়েলগঞ্জ উপজেলার বহুরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মোকসেদ উদ্দিনের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, আটক মিজানের বিরুদ্ধে থানার এস আই ওসমান গণি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





