মঠবাড়িয়ায় এক সন্তানের জননী গৃহবধু নিখোজ ॥ থানায় জিডি
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সালমা বেগম (২১) নামের এক গৃহবধুর সন্ধান মিলছে না। গত রোববার (২৫ নভেম্বর) সকালে স্বামীর বসত বাড়ী হতে সে নিখোজ হয়। স্বজনরা বহু খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। এ ব্যাপারে ওই গৃহবধুর স্বামী মঠবাড়িয়া থানায় ঘটনার দিন রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের দিন মজুর মিজান হাওলাদারের স্ত্রী এক সন্তানের জননী সালমা বেগম দেড় বছরের কন্যা মারুফা বেগমকে সাথে নিয়ে স্বামীর বসত ঘর হতে নিরুদ্দেশ হয়। স্বামীর ও বাবার বাড়ীসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সালমা বেগমের কোন খোঁজ পাওয়া যায়নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments
আরও পড়ুন





