মঠবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় গতকাল রোববার রাতে থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তুষখালী ইউনিয়নের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হল- ওই ইউনিয়নের শাখারীকাঠী গ্রামের হারুন জমাদ্দারের পুত্র সুমন জমাদ্দার (৩০), তুষখালী গ্রামের মৃত. ইয়াসিন বেপারীর পুত্র আবদুস সালাম বেপারী (৫৫) ও ওই গ্রামের ছোমেদ হাওলাদারের পুত্র ও তুষখালী বাজারের পাহাড়াদার ছিদ্দিক হাওলাদার (৩৮) কে আটক করে।
থানা সূত্রে জানা যায়, আটকের সময় পুলিশ সুমনের কাছ থেকে ৬২ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার ৫শ টাকা, সালামের কাছ থেকে ৫শ গ্রাম গাজা ও ছিদ্দিকের কাছ থেকে ১শ গ্রাম গাজা উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র দে গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ৫টি মাদক মামলা ও শরনখোলা থানায় একটি মাদক মামলা এবং সালাম বেপারীর বিরুদ্ধে বিচারাধীন একটি মাদক মামলা রয়েছে বলে জানান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আটককৃত ৩ জনের বিরুদ্ধে সোমবার দুপুরে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় তুষখালীসহ পার্শ্ববর্তী এলাকার জনগণের মাঝে স্বত্বি ফিরে এসেছে।
Comments
আরও পড়ুন





