মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কের কুমিরমারা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ হাওলাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৫৪পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সবুজ উপজেলার কুমিরমারা গ্রামের কবির হাওলাদারের ছেলে।
থানাসূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ গোপনে সংবাদ পেয়ে এস আই ওসমান গণির নেতৃত্বে একদল পুলিশ মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কে কুমিরমারা এলাকায় অভিযান চালিয়ে সবুজকে আটক করে। পরে আটককৃত সবুজের কাছ থেকে ৫৪ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, আটককৃত সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





