মঠবাড়িয়ায় ইয়াবাসহ ব্যবসায়ী শফিকুল গ্রেফতার
স্টাফ রিপোর্টার : ১৩ মার্চ মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বহেরাতলা এলাকা থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শফিকুলকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম (৩২) মিরুখালী ষ্টান্ড সংলগ্ন ফজজুল হকের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, গ্রেফতারকৃত শফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





