মঠবাড়িয়ায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক, থানায় মামালা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাহিদুল ইসলাম (৩৫), আবদুর রাজ্জাক তালুকদার (৩০) ও সুমন গাইন (২০) নামে তিন মাদক কারবারিকে অটক করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়া থানা পুলিশ ও পিরোজপুর ডিবি পুলিশের একটি দল গোপন সাংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ওই তিন মাদক কারবারিকে আটক করে। এ সময় অটককৃতদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃত মাদক কারবারি জাহিদুল উপজেলার বড়হারজী গ্রামের আলমগীর হোসেন তালুকদারের ছেলে, রাজ্জাক মঠবাড়িয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ড মিরুখালী রোড এলাকার মৃত আলী আকাব্বর তালুকদারের ছেলে ও সুমন গাইন উপজেলার আঙ্গুলকাটা গ্রামের সতীন্দ্র নাথ গাইন এর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, গোলাম ছরোয়ার জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ রবিবার আদালতের সোপোর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





