মঠবাড়িয়ায় ইয়াবাসহ গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মন্টুকে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে শহরের সমবায় মার্কেট থেকে ৭৪ পিস ইয়াবাসহ আটককৃত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টু (২৯) কে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। এ ব্যাপারে থানার এসআই নুর আমিন বাদী মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর পুলিশ ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। মন্টু উপজেলার ধানীসাফা ইউনিয়নের পাতাকাটা গ্রামের রত্তন হাওলাদারের ছেলে।
সোমবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের হাইস্কুল মাঠ সংলগ্ন সমবায় মার্কেটের একটি মেডিসিনের দোকান থেকে ৭৪ পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা মন্টুকে আটক করে পুলিশ।
মাদক মামলার বাদী মঠবাড়িয়া থানার এসআই নুর আমিন জানান- এ মামলা ছাড়াও গ্রেফতারকৃত মন্টুর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় গত ২০১৩ সালের পুলিশের সরকারী কাজে বাঁধা ও মারধরের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী (যার নং- ৪৮ তারিখ- ২৫/০৬/২০১৩ ইং ধারা-১৪৩, ৩৩২, ৩৫৩ দ: বি:)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, মাদক বিরোধী চলমান অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতেই মন্টুকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
Comments
আরও পড়ুন





