মঠবাড়িয়ায় ইসলাম নিয়ে কটুক্তি , ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
স্টাফ রিপোর্টার ঃ মঠবাড়িয়ায় দীপক মিত্র নামের এক ফেইস বুক ব্যবহারকারীর আইডি থেকে আল্লাহ ও ইসলাম সম্পর্কে কটাক্ষ করে স্টাটাস দেয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে।দক্ষিন পশ্চিম বড়মাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বাদী হয়ে দীপক মিত্র(১৯)কে একমাত্র আসামী করে এ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানাযায়-উপজেলার দক্ষিন বড়মাছুয়া গ্রামের মৃত ধীরেন্দ্র মিত্রের পুত্র দীপক মিত্র তার ব্যবহ্রত স্মার্ট ফোন থেকে ফেইসবুকে গত ২১ মে একটি অশ্লীল ছবি ও স্টাটাস পোষ্ট করে।ওই স্টাটাসে দীপক বলেন-ভূল করেছে আল্লায়, শুধরে দিয়েছে মোল্লায়।’’
এ লেখাটির পরে একটি এডিট করা খাৎনার অশ্লীল ছবি এবং তার নীছে আরো লেখা আছে আল্লাহ যদি সর্ব শক্তিমান হতো,ইসলাম যদি সত্যি হতো ,তাহলে মুসলিম বাচ্ছারা খাৎনাসহ জন্ম গ্রহন করতো। এ পোষ্টটি দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে বড়মাছুয়ার মুসল্লীরা ক্ষোভ প্রকাশ করে দীপকে কে গ্রেফতার ও বিচারের দাবী করে গত ২২ মে স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল করে।
এদিকে দীপককে গ্রেফতার ও বিচারের দাবীতে আজ শুক্রবার জুম্মার নামাজবাদ বড়মাছুয়া ও বেতমোরের গ্রামের ৫টি জামে মসজিদের দু’শতাধিক মুসল্লীরা বড়মাছুয়া-বেতমোড় সড়কে বিক্ষোভ মিছিল করে।
মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ মামালার সত্যতা নিশ্চিত করে বলেন-ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অভিযুক্ত দীপককে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Comments
আরও পড়ুন





