মঠবাড়িয়ায় আ’লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: দ্বিধা বিভক্ত মঠবাড়িয়া উপজেলা আ’লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সফল করতে উপজেলা আ’লীগের উদ্যোগে পৌর ও ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো: এমাদুল হক খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এ উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও পিরোজপুর জেলা আ’লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদার, সহ-সভাপতি কেএম সেলিম মিয়া, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আ’লীগ সদস্য মোস্তফা শিকদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
সভায় উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি/সম্পাদক তাদের মতামত ব্যক্ত করেন।
ওই সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, দলের বিভাজন নিরসনে জেলা আ’লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদারসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Comments
আরও পড়ুন





