মঠবাড়িয়ায় আমন ধান কাটা নিয়ে আপন দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার সকালে উপজেলার বাদুরতলী গ্রামে আমন ধান কাটা নিয়ে ইউনুচ আলী ও ছোট ভাই শহিদুল ইসলাম এর মধ্যে সংঘর্ষে দু’পক্ষের ৬জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হল- রুনু বেগম (৪২), শহিদুল ইসলাম (৫৫), বাদল মিয়া (৪৫), রনি (২৬), মাহমুদুল হাসান (২৭) ও মেহেদী হাসান (১৬)। এর মধ্যে আহত রুনু বেগম ও রনির অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত. আদম আলীর পুত্র শহিদুল ইসলাম ও ছোট ভাই বাদল মিয়ার সাথে বড় ভাই ইউনুচ আলী ও তার পুত্রদের সাথে ২০ শতক জমির বিরোধ চলে আসছিল। ওৃই জমিতে ইউনুচ আলীর পুত্র মাহমুদুল ও তার দলবল সকালে ধান কাটতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





