মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও ভাষা সৈনিককে সংবর্ধনা

দিলীপ মজুমদার : মঠবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান। এসময় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, জেলা সিপিপির সভাপতি এ্যাড. দিলীপ কুমার পাইক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর হোসাইন মোল্লা প্রমুখ।
শেষে মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বরেণ্য ভাষা সৈনিক মো. হাবিবুর রহমান খানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজু। পরে ভাষা দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বিভিন্ন শিল্পী সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





