মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার (১৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থা কমিটির উদ্যোগে এ উপলক্ষে সোনাখালী আ: হামিদ ফরাজী শিশু সদন ও মাদ্রাসা সংলগ্ন সড়কে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মো: মাসুদুজ্জামান মিলু, স্থানীয় এমপির সহধর্মিনী খাদিজা বেগম খুশবু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফতা, এ্যাড. নাসরিন জাহান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
Comments
আরও পড়ুন





