মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

মঠবাড়িয়া সংবাদ ডেস্ক: মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন শিক্ষক আবদুল লতীফ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রমা রানী মজুমদার শোভা, কমিটির সাধারণ সম্পাদক সামসুল আহসান খোকা, মোমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওয়াহেদুজ্জামান খান শাহজাহান, প্রভাষক শিহাবুদ্দিন, প্রধান শিক্ষক অমল চন্দ্র বিশ্বাস, কমিটির সদস্য ইসরাত জাহান মমতাজ, জাহাঙ্গির আলম, সাংবাদিক মজিবর রহমান, প্রমুখ।
Comments
আরও পড়ুন





