মঠবাড়িয়ায় আত্মগোপনকারী বিমল মজুমদারের বসত র্ভিটার জমি কথিত পাওনাদারের দখল
স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়া চাঞ্চল্যকর আত্মগোপনকারী ব্যবসায়ী বিমল মজুমদারের উপজেলার মধ্য তুষখালী গ্রামের বসত ভিটা সংলগ্ন ১০ শতক জমি কথিত পাওনাদাররা দখল করে নিয়েছে।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার দিনভর প্রতিবেশী জাকির বৈদ্য, তার নিকট আত্মীয় রুস্তুম খাঁ ও জাহাঙ্গীর খাঁ ওই জমির মাটি কেটে প্রকাশ্যে রাস্তা নির্মান করে দখল করে নেয়।
দখলকারী জাকির বৈদ্য জানান, পৌরশহরের সততা এন্টারপ্রাইজের মালিক ও আমাদের প্রতিবেশী বিমল ছেলে পলাশের চাকুরীর জন্য ওই ১০ শতক জমি সহ ৩৬ শতক জমি বিক্রির কথা বলে গত ১৮ নভেম্বর’১৭ তারিখ শনিবার রাতে তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা নেয় এবং ২২ নভেম্বর বুধবার তাদের রেজিষ্ট্রি দিবে বলে জানায়। ব্যবসায়ী বিমল মজুমদার ২০ নভেম্বর সোমবার রাতে পরিবারের লোকজন নিয়ে উধাও হয়ে যায়।
সরেজমিনে গেলে দেখা যায়, জাকির বৈদ্য, রুস্তুম খা ও জাহাঙ্গীর খা ১৫/২০ জন লোক দিয়ে তড়িগড়ি করে জমির মাটি কেটে বিশাল রাস্তা নির্মন করছে। এসময় বিমল যে টাকা নিয়েছে সেমর্মে কোন চুক্তিনামা আছে কিনা জানতে চাইলে তারা কোন কিছুই দেখাতে পারেনি। বিমলের ছোট ভাই পান ব্যবসায়ী অমল মজুমদার জানান, তার বড় ভাই বিমল মজুমদার ওই জমি বাবদ প্রতিবেশী জাকির বৈদ্য দের কাছ থেকে টাকা নিয়েছে কিনা তা তার জানা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার জমির দখলের সময় তাকে জাকির ও তার ছেলেরা বাড়ী থেকে বের হতে দেয়নি এবং এ নিয়ে বেশী বাড়াবাড়ি করলে খুন জখমের হুমকি দেয়।
Comments
আরও পড়ুন





