মঠবাড়িয়ায় আইন শৃংখলা সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় মাসিক আইন শৃংখলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান, মঠবাড়িয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক রেজাউল ইসলাম গাজী, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, প্যানেল মেয়র ও উপজেলা পরিষদ সংরক্ষিত সদস্য তাহেরুন্নেছা, ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম রিপন, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। ওই সভায় সর্ব সম্মতি ক্রমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ঘোষনা করা হয়।
Comments
আরও পড়ুন





