মঠবাড়িয়ায় আইন শৃংখলা কমিটির সভা: ডাকাত আতংকের গুজবে কান না দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র দে, হাতেম আলী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, মঠবাড়িয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা: কাজী সিরাজুল হক, পৌরসভার প্যানেল মেয়র তাহেরুন্নেছা, ইউপি চেয়ারম্যান মো: মিরাজ মিয়া, প্রেসকাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।
ওই সভায় একটি চিহ্নিত মহল কর্তৃক মসজিদের মাইক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাকাত আতংকের গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এলাকায় গণসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নারী শিক্ষা প্রতিষ্ঠান হাতেম আলী সরকারি করণে সাবেক সমাজসেবক ও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা মরহুম হাতেম আলী খান সাহেবকে বিতর্কিত করে কেএম লতিফের দায়ের করা মামলায় উদ্ভুদ্ধ পরিস্থিতিতে করণীয় দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবী ও ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হতাশা প্রকাশ করে পুলিশের তৎপরতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় উপজেলার বলেশ্বরে বড়মাছুয়া-রায়েন্দার খেয়ায় যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সাথে দুর্ব্যবহার সহ জিম্মি করে অর্থ আদায়ে ক্ষোভ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
Comments
আরও পড়ুন





