মঠবাড়িয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া থানা পুলিশ মিরুখালী ইউনিয়নের বাদুরা বাজারের পূর্বপাশের একটি জাম্বুরা গাছের ডালে ৪০ বছর বয়সী অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
বাদুরা গ্রামের চৌকিদার মহিবুল্লাহ জানান, গত কয়েকদিন ধরে নাম পরিচয়হীন ওই ব্যক্তি স্থানীয় বাদুরা বাজারে ঘোরাফেরা করছিল। বুধবার (১৬ মে) সকালে স্থানীয়রা বাজারের পূর্বপাশের জাম্বুরা গাছের ডালে তার লাশ ঝুলন্ত দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল আমীন (বিপিএম) জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় উদঘটনের চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





