মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে বসতঘর ভষ্মিভূত

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে শুক্রবার রাতে আ. মালেক হাওলাদারের বসতঘরটি আগুনে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। আগুনে বসতঘরটি পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেন।
জানাগেছে, সবুজনগর গ্রামের আ. মালেক হাওলাদার পরিবার নিয়ে পৌর শহরে বাসা ভাড়া করে থাকেন। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কে বা কাহারা তার গ্রামের বাড়ির বসতঘরটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
গৃহকর্তা আ. মালেক হাওলাদার অভিযোগ করেন, আমার ভাইয়ের হত্যাকারীরা উচ্চ আদালত থেকে জামিনে এসে আমার ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
্উল্লেখ্য, আগুনে ভষ্মিভূত ঘরের মালিক আ. মালেক হাওলাদার সম্প্রতি সবুজনগর গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত সাবেক ইউপি সদস্য আ. লতিফ হাওলাদারের ভাই।
Comments
আরও পড়ুন





