মঠবাড়িয়ার হোতখালীতে আতশবাজীতে অগ্নিকান্ডে এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার (১৫ জুন) রাতে গুলিসাখালী-বান্ধবপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন হোতখালীতে অবস্থিত মেসার্স আকন এন্টারপ্রাইজে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১ লাখ টাকার মালামাল ভষ্মিভুত।
মঠবাড়িয়ায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: সুমন মিয়া জানান, রাত প্রায় ৯ টার দিকে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী ও হোতখালী গ্রামের মুক্তিযোদ্ধা আমির হোসেন আকনের মালিকানাধীন মেসার্স আকন এন্টারপ্রাইজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণ হিসেবে (চাঁদ রাত হওয়ায়) উঠতি বয়সের ছেলেরা পটকা ও আতশবাজী করায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়লে দোকানের পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডার ও অন্যান্য মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। খবর পেয়ে ধমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
দোকান মালিক আমির হোসেন আকন জানান, রাত পৌনে নয়টার দিকে তিনি ও তার পুত্র মাহবুব রাসেল দোকানের সার্টার টেনে নিকটবর্তী মসজিদে নামাজ পড়তে যায়। সেই সময় পথচারীরা আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকার দিলে মসজিদের সকল মুসুল্লীরা নামাজ ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসে। এসময় এদিক সেদিক ছোটাছুটিতে প্রায় ৫ জন আহত হয়। তিনি আরও জানান ঈদ উপলক্ষে কতিপয় উচ্ছৃঙ্খল ছেলেরা সন্ধ্যা থেকেই পটকাবাজী করছিল।
Comments
আরও পড়ুন





