মঠবাড়িয়ার সিডর বিপন্ন এলাকায় উৎসবমূখর পরিবেশে ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত
দিলীপ মজুমদার : উপকুলীয় মঠবাড়িয়ায় স্কুল পড়ুয়াদের সবুজ সুরক্ষার আহবানের মধ্যদিয়ে আজ সোমবার ‘সবুজ উপকুল ২০১৭’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে।
উপকুলের স্কুল পড়ুয়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও মিডিয়া পার্টনার দৈনিক সমকাল কর্মসূচির আয়োজন করে উপকুল বিষয়ক সৃজনশীল প্রতিষ্ঠান ‘উপকূল বাংলাদেশ’।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো: আ: মন্নান ফরাজী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপলেজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিরাজ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র দে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্বরূপকাঠি শাখার কর্মকর্তা মো. মারুফ হোসেন, মঠবাড়িয়া প্রেসকাবের সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিকদার, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রাশেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, স্থানীয় সমন্বয়কারী ও দৈনিক সমকালের মঠবাড়িয়া প্রতিনিধি মিজানুর রহমান মিজু, ইউনিয়ন আ.লীগ নেতা মো. জালাল আহমেদ, সাংবাদিক মো. ইসমাইল হোসেন প্রমূখ।
কর্মসূচির প্রেক্ষাপট ও উপকুলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন সবুজ উপকূল ২০১৭ কর্মসূচির কেন্দ্রীয় সমন্বয়কারী ও আয়োজক প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ-এর পরিচালক রফিকুল ইসলাম মন্টু। অনুষ্ঠান সূচনা ও উপস্থাপনায় ছিল আয়োজক বিদ্যালয়ের দশম শ্রেণীর মাহফুজা আক্তার ও অষ্টম শ্রেণীর মেহেদি খান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আলোকিত মানুষ হয়ে গড়ে উঠতে হলে শুধু পাঠ্য বইয়ের পড়া মুখস্ত করে পরীক্ষায় ভালো করলেই হবে না। জীবন দক্ষতা গড়ে তুলতে চারপাশের জগত সম্পর্কে জ্ঞান আহরণ করতে হবে। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে। উপকুলের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। ভালো ফলাফলের সঙ্গে সাধারণ জ্ঞানের সংমিশ্রনই পারে মানুষের মত মানুুষ করে তুলতে। তোমাদেরকে ভালো মানুষ হয়ে প্রদীপের মত আলো জ¦ালাতে হবে, যাতে তোমার আলোতে আরও অনেকজন আলোকিত হতে পারে।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী দেবযানী মন্ডল দোলা ও সপ্তম শ্রেণীর শারমিন আক্তার। খেতাচিরা গ্রামে বলেশ^র নদীর ভাঙণে ক্ষতিগ্রস্থ এলাকা পর্যবেক্ষণ করে এ বিষয়ে তথ্য-উপাত্ত সম্বলিত প্রতিবেদন উপস্থাপন করে অষ্টম শ্রেণীর মেহেদি খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে বৃক্ষ রোপণের মাধ্যমে স্কুলের চারপাশে সবুজায়ন কর্মসূচি উদ্বোধনের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে সহ-আয়োজক হিসাবে থাকছে উপকূলের স্কুল পড়ুয়াদের সংগঠন আলোকযাত্রা দল, আইটি পার্টনার হিসাবে থাকছে ডটসিলিকন, মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এটিএন বাংলা ও দৈনিক সমকাল।
কর্মসূচির আওতায় ছিল রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা ও সংবাদ লিখন প্রতিযোগিতা। আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ‘এসো সবুজের আহ্বানে, গড়ি সবুজ উপকূল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের একদল স্কুল পড়ুয়া পরিবেশ পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্যভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করে। বিদ্যালয়ে প্রকাশিত হয় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র বিশেষ সংখ্যা।
Comments
আরও পড়ুন





