মঠবাড়িয়ার সাপলেজায় পানিতে ডুবে শিশু ফাতিমার মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পানিতে ডুবে ফাতিমা আক্তার (০৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফাতিমা উপজেলার দক্ষিণ চড়কগাছিয়া গ্রামের আ. জলিল হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে ফাতিমা বসতঘর সংলগ্ন উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত: পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুজির পর শিশুটির মা ফাতিমাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দেয়। পরে স্বজনরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিষ দেবনাথ শিশু ফাতিমাকে মৃত ঘোষণা করেন।
Comments
আরও পড়ুন





