‘মঠবাড়িয়ার সংবাদ’ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে দশ সুপারিশমালা পেশ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থেকে প্রকাশিত পাঠক প্রিয় সাপ্তাহিক “মঠবাড়িয়ার সংবাদ” এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় র্যালী শেষে মঠবাড়িয়া প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও কেক কেটে সপ্তাহিক মঠবাড়িয়া সংবাদ এর ৫ম বর্ষে পদার্পণ ও চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
“মঠবাড়িয়ার সংবাদ” এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজু এর সভাপতিত্বে ও সাংবাদিক মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেটেলমেন্ট ও সার্কেল অফিসার মো. মীর আব্দুল মান্নান, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম নিত্যনন্দ কুন্ডু, পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রেসক্লাবের সহ-সভাপতি শিক্ষক রোকনুজ্জামান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক ও শিক্ষক নেতা এইচ,এম আকরামুল ইসলাম, অর্থ সম্পাদক হালিম দুলাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে অনলাইনের যুগে প্রিন্ট মিডিয়া সংকটের মুখে রয়েছে। তারপরেও দীর্ঘ চার বছর এ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে এ অঞ্চলের মানুষের কাছে প্রিয় মুখপাত্র হিসেবে স্থান করে নিয়েছে। গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পাথরঘাটা, বামনা, শরণখোলার নানা খবর এ পত্রিকায় স্থান পাওয়ায় এটিকে এ অঞ্চলের সংবাদ পাঠকরা সাদরে গ্রহণ করছে। উপজেলা শহর থেকে প্রকাশিত অধিকাংশ সংবাদ পত্রই আর্থিক দন্যতায় প্রকাশনা বন্ধ হলেও গত চার বছর এটি নিয়মিত প্রকাশ করায় কর্তৃৃপক্ষকে ধন্যবাদ জানান। দুনীতির বিরুদ্ধে আপোষহীন ভাবে গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় আঞ্চলিক মঠবাড়িয়ার সংবাদ সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে উপস্থিত সকলে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
ওই সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজু সমৃদ্ধির মঠবাড়িয়া গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় ১০টি সমস্যা চিহ্নিত করা হয় এবং এই সমস্যাগুলো দ্রুত সমস্যার সমাধানের জন্য স্থানীয় সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী ও পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
সমস্যা সমূহ : ১. পৌরশহরের প্রবাহমান খাল দখলদারদের জবরদখল হইতে মুক্ত করা; ২. সকল শব্দদুষণ রোধ করা; ৩. খালের ¯্রােত বৃদ্ধির জন্য ময়লা আবর্জণা ফেলা বন্ধ করা; ৪. বহেরাতলা হতে পাথরঘাটা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক প্রশস্থকরণ কাজ দ্রুত ও পরিকল্পিত ড্রেনেজ নির্মাণ: ৫. জরিপ, ভুমি ও সাব-রেজিষ্ট্রী অফিস দালালমুক্ত করণসহ অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করণ; ৬. পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি জমি, বাসা বাড়ীর রাস্তাঘাটের পাশে অবাধে গড়ে ওঠা ইটের পাঁজা ও পুইন বন্ধ করণ; ৭. প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ ও বাল্য বিয়ে হতে শিক্ষার্থীদের রক্ষা করণে গণসচেতনতা বৃদ্ধি; ৮. মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের মানবিক সাহায্য ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চালসহ ভিজিডি ভিজিএফের চাল সঠিক মাপে বিতরণ করা; ৯. অফিস চলাকালীন সময়ে চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে প্রাকটিস বন্ধ করণ; ও ১০. পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশনে জন ভোগান্তি বন্ধ করণ।
Comments
আরও পড়ুন





