মঠবাড়িয়ার মিরুখালীতে দুর্ধর্ষ ডাকাতি
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ঘোপখালী গ্রামের বৃদ্ধ আ: মালেক সাকু দফাদার বাড়ি বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ১২/১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বসত ঘরের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে গৃহকর্তা সাকু হাওলাদারের ছেলে বেলায়েত হোসেন ও হুমায়ুন এবং নাতী মজনু ও কলিমসহ সবাইকে জিম্মি করে ফেলে। গৃহকর্তার ছেলে বেলায়ত হোসেন জানান, ডাকাতরা তাদের বেঁধে রেখে ২ টি ষ্টিলের আলমারি ভেঙ্গে নগদ সাড়ে তিন লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মামলাল লুট করে নিয়ে যায়।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments
আরও পড়ুন





