মঠবাড়িয়ার মাদক ব্যবসায়ীকে ৫ বছরের কারাদন্ড
স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার রাসেল মৃধা (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের দন্ডাদেশ দেয়। মঙ্গলবার (২৯ মে) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাসেল মৃধা মঠবাড়িয়া উপজেলার পূর্ব রাজপাড়া গ্রামের আফজাল মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৪ সলের ২০ সেপ্টেম্বর উপজেলার ধানীসাফা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের সড়কে পুলিশ তল্লাশি চালিয়ে রাসেল মৃধা, মহিন উদ্দিনকে আটক করে। এরপর পুলিশ রাসেল মৃধার প্যান্টের পকেটে থাকা ৩’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে স্থানীয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। থানা পুলিশ দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমান নিয়ে তদন্ত শেষে তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। আদালতে অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামী মহিন উদ্দিন ও দোলোয়ারকে খালাস দেয়া হয়।
Comments
আরও পড়ুন





