মঠবাড়িয়ার ব্যবসায়ী জহির রায়হান এর স্ত্রীর ইন্তেকাল॥ এলাকায় শোক
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের জৈঁইতা হার্ডওয়্যারের স্বত্বাধিকারী ও উত্তর মিঠাখালী (মাঝেরপুল) নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকলীগের নেতা জহির রায়হানের স্ত্রী মিসেস দিপু বেগম (৩৫) গত বুধবার (১ আগষ্ট) দিনগত রাত ১টা ৩০ মিনিটে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……. রাজিউন)।
তিনি স্বামী, দুই শিশু কন্যা সন্তান, বৃদ্ধা শ্বাশুরীসহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। দিপু বেগম ডায়াবেটিস ও হার্ট সমস্যার মধ্যে গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার সকালে অসুস্থ্য অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে কর্মরত চিকিৎসক ওইদিন সন্ধ্যায় তাকে খুলনা রেফার করে। বৃহস্পতিবার আছর নামাজবাদ মাঝেরপুল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমার নামাজের জানাযা শেষে হাওলাদার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে জহিরের সহধর্মিনীর আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিপু বেগমের মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোকাহত।
Comments
আরও পড়ুন





