মঠবাড়িয়ার বলেশ্বরে মুক্তিপণের জন্য তিন জেলেকে অপহরণ ॥ জেলে পল্লীতে কান্নার রোল
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ৪ মার্চ রোবরার রাতে বলেশ্বর নদীতে মাছ ধরতে যাওয়া নিরীহ তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত ১৬ ঘন্টায়ও পরিবারের একমাত্র উপর্জনকারী জেলেদের কোন সন্ধান না পাওয়ায় জেলে পরিবার গুলোতে কান্নার রোল চলছে এবং জেলে পল্লীতে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার সাপলেজা ইউপি সদস্য মো. আফজাল বেপারী জানান- রোববার দিনগত রাতে স্থানীয় দক্ষিণ খেতাছিড়া গ্রাম থেকে ৭/৮জনের জেলে দল ৩টি নৌকায় করে বলেশ্বরের মাঝের চরের পশ্চিম দিকে মাছ ধরতে যায়। গভীর রাতে জলদস্যু ও বনদস্যুরা নৌকায় হানা দিলে জেলে ফারুকসহ ৩/৪ নদীতে লাফিয়ে রক্ষা পেলেও ওই গ্রামের ইয়াকুব কাজীর পুত্র ইউসুফ (৩৫), আকুব আলী কাজীর পুত্র নিজাম (২৫) ও নুর ইসলাম হাওলাদারের পুত্র রেজাউল (২২) কে মুক্তিপনের জন্য অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও জানান- গভীর জঙ্গলে নিয়ে অপহৃতদের মেরে ফেলবে এ ভয়ে দস্যুদের বিরুদ্ধে মুখ খুলতে বা আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। গোপনে গোপনে পরিবারের লোকজন দস্যুদের জন্য বাজার ও নগদ টাকা নিয়ে অপহৃতদের ছাড়িয়ে আনার পায়তারা করছে।
মঠবাড়িয়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, জেলে অপহরণের মৌখিক খবর পেয়েই সোমবার বিকেলে ঘটনাস্থল বলেশ্বরের মাঝের চরে পুলিশ পাঠানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে শরনখোলা, পাথরঘাটা থানা পুলিশের সহযোগীতাসহ নদীতে টহলরত কোষ্ট গার্ডকে জানানো হয়েছে।
Comments
আরও পড়ুন





