মঠবাড়িয়ার প্রবীণ ব্যবসায়ী ও আ.লীগ নেতা নুরুল ইসলাম মাতুব্বরের ইন্তেকাল ॥ সর্বত্র শোকের ছায়া

স্টাফ রিপোর্টার: উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি, মঠবাড়িয়া পৌরশহরের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাতুব্বর (নুরু মাতুব্বর) আর নেই। প্রবীণ আ.লীগ নেতা ও ব্যবসায়ী নুরু মাতুব্বর (৯৭) সোমবার (২০ আগষ্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের সময় শহরের নিউমার্কেটের নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……… রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ৯ টায় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে ১ম জানাযা ও সকাল ১১ টায় উপজেলার হলতা নিজ গ্রামের মাতুব্বর বাড়ীর ঈদগাহ মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নুরু মাতুব্বরের মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আ,লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রবীণ আ.লীগ নেতা নুরু মাতুব্বরের মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোকাহত।
Comments
আরও পড়ুন





