মঠবাড়িয়ার ধানীসাফায় জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে (পিরোজপুর-৩) মঠবাড়িয়া আসনে মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ধারাবাহিক ইফতার মাহফিলের ৬ষ্ঠ দিনে শনিবার উপজেলার ধানীসাফা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ধানীসাফা ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: বাচ্চু মিয়া বেপারীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের আয়োজক জেলা পরিষদ চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মঠবাড়িয়া উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, জেলা আ.লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক একেএম সেলিম মিয়া, যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ, গুলিসাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনো, ধানীসাফা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক ও সাফা বণিক সমিতির সভাপতি আবু সাঈদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা চেয়ারম্যান বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। ভাষণে আরও বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে কাজ করে ওই প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। শেষে ধানীসাফা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো: মোস্তফা কামাল দোয়া মোনাজাত পরিচালনা করেন।
Comments
আরও পড়ুন





