মঠবাড়িয়ার থানাপাড়া এলাকা “ রেড জোন” ঘোষণা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকা ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মঠবাড়িয়া করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ঊর্মি ভৌমিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু প্রমুখ।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে উপজেলার যে সকল এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী বেশি সনাক্ত হবে সেই সকল এলাকায় ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা হবে। এরই অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে ঐ এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।
Comments
আরও পড়ুন





