মঠবাড়িয়ার ইউএনও জি.এম. সরফরাজ জেলার শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা নির্বাচিত

পিরোজপুর জেলার ডিজিটাল ও উদ্ভাবনী মেলা-২০১৮ শ্রেষ্ঠ ইউএনও মঠবাড়িয়ার জি.এম. সরফরাজ নির্বাচিত হয়েছেন। পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন হল মাঠে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক আবু আহম্মেদ সিদ্দীকী এ সম্মাননা সনদ প্রদান করেন ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকার গৃহিত বিভিন্ন সেবামূলক পদক্ষেপসমূহ জনগণের কাছে তুলে ধরতে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ২২-২৪ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ডিজিটাল ও উদ্ভাবনী মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের পদক্ষেপ জনগণের সেবা তুলে ধরেন এ মেলায় ।
শ্রেষ্ঠ ইউএনও নিবাচিত হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে জিএম সরফরাজ বলেন-ইউএনও হিসেবে যোগদানের পর ডিজিটাল হাজিরা,অফিস চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং উন্নয়ন ও সম্ভাবনা ফেইজ বুক অন লাইন সুবিদার মাধ্যমে বাল্যবিয়ে রোধ,ইভটিজিং,মাদক সম্পর্কে দ্রুত ব্যবস্থা নেয়াকে কর্তৃপক্ষ বিবেচনায় নিয়েছে।
Comments
আরও পড়ুন





