ভিজিডির সঞ্চয়ের টাকা ফেরৎ না দেয়ায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) এর উপকারভোগী কার্ডধারীদের দু’বছরের সঞ্চয়ের টাকা ফেরৎ না দেয়ায় ভূক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের সামনে কার্ড হাতে দুস্থ ও হতদরিদ্র মহিলারা এ ক্ষোভ প্রকাশ করে তাদের সঞ্চয়ের টাকা ফেরৎ পাবার দাবী করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- উপজেলার ৮নং আমড়াগাছিয়া ইউনিয়নে চলতি ভিজিডি চক্রের দু’বছরের মেয়াদ গত ডিসেম্বর-২০২০ মাসে শেষ হয়। গত ডিসেম্বর মাসের চাল তিন মাস বিলম্বে বৃহস্পতিবার দুপুরে ৪শ’১২ জন উপকারভোগী কার্ডধারী প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ শুরু করে। সুবিধাভোগীরা প্রতিমাসের চাল গ্রহনের সময় জনপ্রতি সঞ্চয়ের ২’শ টাকা করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে জমা রাখে। ব্যাংক একাউন্টে ওই টাকা জমা রাখার নিয়ম থাকলেও ভূক্তভোগীদের একাউন্টে জমা না হওয়ায় ক্ষুব্দ হন তারা। এরমধ্যে ডিসেম্বর মাসের ভিজিডির চাল বৃহস্পতিবার ট্যাগ অফিসারের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বিতরণ কার্যক্রম শুরু করলে উপকারভোগী দুস্থ্য মহিলারা গত দু’বছরের সঞ্চয়ের (প্রতিমাসে দু’শ টাকা করে জমাকৃত) ৪হাজার ৮শ’ টাকা ফেরৎ পাবার দাবী করে। সঞ্চয়ের টাকা ইউপি চেয়ারম্যান ব্যাংকে জমা না রেখে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করে ওই টাকা ফেরৎ না দিলে কার্ডধারী উপকারভোগীরা চাল গ্রহণ করবে না বলে জানায়। পরে সঞ্চয়ের টাকা ফেরৎ দেয়ার আশ^াসে কার্ডধারীরা চাল গ্রহণ করেন।
সংশ্লিষ্ট ৮নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম খলিল ফরাজীর মুঠোফোনে বার বার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান বলেন- কার্ডধারীরা প্রতি মাসের চাল নেয়ার সময় নিজেদের একাউন্টে ২’শ টাকা জমা দেওয়ার কথা। কিন্ত নিজেরা জমা না দিয়ে চৌকিদারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে টাকা জমা দেয়। ওই জমাকৃত সঞ্চয়ের টাকা খুব শীঘ্রই উপকারভোগীদের একাউন্টে জমা দেয়া হবে।
ওই ইউপির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আজম জানান, চাল বিতরণের শুরুতে সুবিধাভোগীরা সঞ্চয়ের টাকা ফেরত চাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলে কার্যক্রম চালাতে বিলম্ব ঘটে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার কার্ডধারী উপকারভোগীদের সঞ্চয়ের টাকা না দেয়ায় ভুক্তভোগীদের ক্ষোভ প্রকাশের কথা স্বীকার করে বলেন, বিষয়টি অবহিত হয়েই আমি তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি জানাই। তিনি আগামী ৬এপ্রিল সঞ্চয়ের টাকা ফেরত দিবেন বলে আশ্বাস দেন।
Comments
আরও পড়ুন





