ভান্ডারিয়ায় মস্তক বিহীন অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের ভান্ডারিয়ায় মস্তক বিহীন অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৌরিপুর ইউনিয়নের পৌতখালী গ্রামের নাপিতের খাল থেকে ভাসমান অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করেন ভান্ডারিয়া থানা পুলিশ।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা মরেদেহটি স্থানীয় ফরাজী বাড়ির সামনে খালের ঘটলায় ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে গত দু’একদিন আগে তাকে গলা কেটে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। মরদেহটির বয়স আনুমানিক ৪০ বছর হবে। মরদেহটি উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। তার বাম হাতের কব্জির রগ কাটা, পাজরে আঘাত, বুকের বাম পাশের চাকু বা দাঁড়ালো কোন কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মস্তক বিহীন মরদেহের মাথা উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।
Comments
আরও পড়ুন





