বয়:বৃদ্ধদের মাঝে সাবেক ইউপি সদস্যের লাঠি বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙ্গা গ্রামে স্বাভাবিক চলাচলে অক্ষম ৩শত বয়:বৃদ্ধদের চলাচলের জন্য লাঠি বিরতণ করেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য ও জাতীয় পার্টির নেতা মোঃ কবির মিয়া। বৃহষ্পতিবার (৩ ডিসেম্বর) সকালে বৃদ্ধদের মধ্যে আনুষ্ঠানিকভাবে লাঠি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরুখালী ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোঃ মেরিন হাওলাদার, জাতীয় যুব সংহতি নেতা মোঃ মহিব্বুল্লাহ ও সমাজকর্মী মেহেদী হাসান তপু প্রমূখ।
ইউপি সদস্য কবির মিয়া জানান, মানুষ বৃদ্ধ হয়ে গেলে সাহায্য ছাড়া চলাচল করতে পারেনা। তাদের অচল হয়ে ঘরে নির্জিব দিন কাটাতে হয়। তাদেরকে লাঠি দিয়েছি যাতে তারা সহজে হাটাচলা করে প্রয়োজনীয় কাজ করতে পারে।
বৃদ্ধ আঃ হাই গাজী জানান, বৃদ্ধ হলে কেউ খোজ খবর নেয় না। তাদেরকে স্মরণ করে লাঠি দেয়ার জন্য তিনি সাবেক ইউপি সদস্য কবির মিয়া কে ধন্যবাদ জানান।
Comments
আরও পড়ুন





