আজ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | রাত ৩:৩৩

  • বাংলা English
সদ্য :

☉ অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান☉ ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন☉ সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন☉ প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন☉ স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক☉ দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪☉ ফুলেল ভালবাসায় সিক্ত হলেন ডাঃ ফরাজী কলেজের মেধাবী প্রাক্তন ও নবীন শিক্ষার্থীরা☉ আশ্রয়নে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুরা স্কুল ড্রেস বই পেয়ে বেজায় খুশী☉ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার☉ এসএসসি পরীক্ষার্থী নববধূর মেহেদীর রং না মুছতেই হত্যা ॥ শিক্ষক শ^শুর শাশুড়ি ও ননদ গ্রেপ্তার

বড়মাছুয়ায় স্টীমার ঘাটে হঠাৎ ভাঙ্গনে বাসাবাড়ীসহ ৯টি দোকান ঘর বলেশ্বরে বিলীন

বড়মাছুয়ায় স্টীমার ঘাটে হঠাৎ ভাঙ্গনে বাসাবাড়ীসহ ৯টি দোকান ঘর বলেশ্বরে বিলীন

দিলীপ মজুমদার, স্টীমার ঘাট থেকে ফিরে: পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর তীরবর্তী বড়মাছুয়া রকেট ঘাটে গতকাল শনিবার রাতে ভাঙ্গনে পল্টনের সিড়ি, ৩টি বসত ঘর ও ৬টি দোকান ঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে দোকান ঘরের মালামালসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। স্টীমার ঘাট কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) যাত্রীদের চলাচলের জন্য তাৎক্ষণিক ট্রলারের ব্যবস্থা করেছেন। এদিকে ঘাট সংলগ্ন দোকানের মালামাল হারিয়ে ব্যবসায়ীরা নি:স্ব হয়ে পড়েছে ও ঘবসত ঘর হারিয়ে ৩টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টার দিকে বড়মাছুয়া রকেট ঘাট এলাকায় হঠাৎ করে ভাঙ্গনের কবলে পড়ে ১৬ শতক জমি বলেশ্বরে বিলীন হয়ে যায়। এতে ব্যবসায়ী হাবিব হাওলাদার (৬০), আ: মালেক (৫০), হানিফ বেপারী (৬৫), জাহাঙ্গীর হাং (৪০), আল আমিন (৩০), বেল্লাল (৩৫), আ: খালেক আকন (৬০), শাহিন (৩৫) ও কৃষকের আপিএম ক্লাব ঘর সম্পূর্ণ পল্টনের নিচে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এসময় নিজের দোকান ঘরে থাকা ব্যবসায়ী হাবিব হাওলাদার ও স্থানীয় ছলেমান মাটি চাপা পড়ে আহত হন।
আজ রোববার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, ঢাকা ও খুলনা হতে আসা স্টীমারের যাত্রীরা ওঠানামায় চরম দুর্ভোগের স্বীকার হয়। ঢাকা হতে স্টীমার যোগে আসা যাত্রী আ: রহমান জানান, পল্টনের সিড়ি বিলীন হওয়ায় জীবনের ঝুকি নিয়ে ট্রলারে করে উপরে ওঠতে হয়েছে। এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী হাবিব হাওলাদার কান্না বিজড়িত কন্ঠে জানান, নদী গর্ভে তার দোকান ঘরের প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল বিলীন হওয়ায় তিনি স্বর্বশান্ত হয়ে পড়েছেন। তিনি আরও জানান, স্থানীয় বেসরকারী সংস্থা নতুন জীবন ও দৈনিক কিস্তিতে প্রায় ১ লাখ টাকা লোন নিয়ে সম্প্রতি তার দোকানে মুদি মনোহরী মালামাল তুলছিলেন। নদী গর্ভে বিলীন হওয়ায় তিনি আজ নি:স্ব হয়ে পড়েছেন।
ব্যবসায়ী মালেক খান জানান, গত ৩০ বছর ধরে বেড়ী বাধের বাইরে ঘাট সংলগ্ন হোটেল ও মুদি দোকান দিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু নদী ভাঙ্গনে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়ী চলে যাওয়ায় সে এখন স্ত্রী, সন্তান নিয়ে বিপাকে পড়েছে। তার স্ত্রী ৩ সন্তানের জননী ফাতিমা (৩৫) জানান, তিন সন্তান নিয়ে ঘটনার সময় পাশের ঘরে বেড়াতে যাওয়ায় সৌভাগ্যক্রমে তারা বেচে গেলেও তার বসত ঘর নদীর তলদেশে চলে যায়। বর্তমানে বসত ঘর হারিয়ে স্বামী, সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছি।
স্থানীয় ইউপি সদস্য মো: ছলেমান ফরাজী জানান, আকষ্মিক নদী গর্ভে বিলীন হওয়ার বিষয়টি অমানবিক। ওই রাতে খবর পেয়েই ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্থদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেই। তিনি ক্ষতিগ্রস্থদের পুন:র্বাসনসহ দ্রুত ঘাট সংস্কারের দাবী জানান।
রকেট ঘাটের সারেং আলী আজম জানান, কিছুদিন আগে ঘাট এলাকায় মাটিতে বড় ধরনের ফাটল দেখা দেয়। শনিবার রাতেই হঠাৎ করে সেই ফাটল ধরেই দোকান ও বাসাবাড়ী নিয়ে ঘাটের সিড়ি সহ নদী গর্ভে সব বিলীন হয়ে যায়।
বড়মাছুয়া স্টীমার ঘাটের টার্নিমাল সুপারিনডেন্ট ফেরদৌস আহমেদ বলেন, দৈনিক দুটি স্টীমার এই ঘাট থেকে ঢাকা ও খুলনা রুটে চলাচল করে। ঘাট ও সিড়ি নদী গর্ভে বিলীন হওয়ার বিষয়টি তাৎক্ষণিক উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে। যাত্রীদের পারাপারের জন্য তাৎক্ষণিক দুটি ট্রলারের ব্যবস্থা করা হয়েছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সাইদ আহমেদ জানান, বড়মাছুয়া বেড়ীবাধের স্টীমার ঘাট নদী গর্ভে বিলীন হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে বাদ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বিআইডব্লিউটিসির বরিশালের সহ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি রাতেই শুনেছি। যাত্রীদের পারাপারের জন্য তাৎক্ষণিক দুটি ট্রলার সার্বক্ষণিক রাখা হয়েছে। তিনি আরও বলেন, মালামাল পাঠানো হয়েছে। খুব তাড়াতাড়ি ঘাট সংস্কার করে যাত্রীদের চলাচলের উপযোগী করা হবে।

Comments

comments

আরও পড়ুন

অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
অবশেষে সবজি ক্ষেতের ওপর অবৈধ ইট ভাটায় (পাঁজা) প্রশাসনের অভিযান
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
ফুলেল ভালবাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা সংবর্ধিত হলেন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
সাফা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
প্রবাসি হত্যায় গ্রেপ্তারকৃতদের পুনরায় রিমান্ড ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
স্মার্ট বাংলাদেশের স্মার্ট নারীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে………………………… মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা-পরিচালক
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪
দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪