বোনকে উত্ত্যাক্তের প্রতিবাদ করায় প্রবাসী ভাইকে হাতুড়ি পেটা

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ছোট বোন ও তার স্বামীর গতিরোধ করে মারধর ও উত্ত্যাক্তের প্রতিবাদ করায় এক বখাটে ও তার দলবল বড় ভাইকে হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার তুষখালী বাস ষ্টান্ডে। আহত ভাই সৌদি প্রবাসী হাসান ফরাজী (৪৩) গত তিনদিন ধরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আহত হাসান উপজেলার আমুরবুনিয়া গ্রামের আলী আহম্মেদ ফরাজীর পুত্র।
আহত ও প্রত্যদর্শী সূত্রে জানাযায়- গত বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য তুষখালী গ্রামের ফারুক মোল্লার পুত্র সৌদি প্রবাসী মাছুম বিল্লা স্ত্রী মদিনা বেগম (২৫) কে নিয়ে তুষখালী বাজারে হোমিও চিকিৎসা শেষে বাড়ি ফিরছিল। তুষখালী বাসষ্টান্ডে যাওয়া মাত্র পূর্ব পরিচিত আমুরবুনিয়া গ্রামের খালেক হাওলাদারের পুত্র রাসেল (৩০) সহযোগী ওই গ্রামের গোলাম মোস্তফার পুত্র সুমন (২৮) সহ ৪/৫ জনের একটি দল গতিরোধ করে মদিনাকে অশ্লীল কথা বলে। এসময় মদিনার স্বামী মাছুম প্রতিবাদ করলে তাকে বখাটেরা মারধর করে।
কিছুণ পর ঘটনাটি শুনে মদিনার বড় ভাই সৌদি প্রবাসী হাসান ফরাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করে। এসময় বখাটে রাসেল ও তার ভাড়া করা লোকজন হাতুড়ি দিয়ে এলোপাতারি পিটিয়ে হাসান কে গুরুতর আহত করে সাথে থাকা টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। স্বজনরা ওই রাতে হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গৃহবধূ মদিনা অভিযোগ করেন বিয়ের আগে ও পরে বখাটে রাসেল দীর্ঘদিন ধরে উত্ত্যাক্ত করে আসছিল।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর মাজহারুল আমীন (বিপিএম) জানান, ঘটনাটি শুনেই পুলিশ হাসপাতালে পাঠিয়ে আহতের খবর নেয়া হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন




