বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার: “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৈদেশিক আয় বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষ করে বিদেশে লোক পাঠানোর লক্ষ্যমাত্রা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জনসচেতনতা মূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম শাহাবুদ্দিন আহম্মেদ, পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আলী হাসান, থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু, ডা. সিরাজুল হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজু।
এ সেমিনারে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং মিডিয়া কর্মীরা অংশগ্রহণ করেন।
Comments
আরও পড়ুন





