বেতমোরে বিএনপি নেতার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক খলিলুর রহমান করোনায় কর্মহীন অসহায় শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার রাজপাড়া গ্রামের জামে মসজিদ মাঠে ১২‘শ কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য শহিদুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় খলিলুর রহমান বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে এইচ এম খলিলুর রহমান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে দলমত নির্বিশেষে ১২‘শ কর্মহীন অসহায় শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তিনি এসময় সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহ্বান জানান।
Comments
আরও পড়ুন





