বেকার শ্রমজীবী দিন মজুরদের খাদ্য সহায়তা দিল পুলিশ

স্টাফ রিপোর্টার: অদৃশ্য ঘাতক করোনার আতংকে ঘরবন্দী দরিদ্র্র দিনমজুর কর্মহীন অসহায় মানুষের মাঝে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে মঠবাড়িয়া থানা চত্ত্বরে শতাধিক বেকার শ্রমজীবী মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন।
এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু, মঠবাড়িয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, প্রেসকাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদীসহ পুলিশ সদস্যরা।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে মঠবাড়িয়াসহ পিরোজপুরের সকল উপজেলায় পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





