বুধবার থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা: প্রবেশপত্র বিতরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
স্টাফ রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়ায় সারাদেশের ন্যায় বুধবার সকালে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হবে। জেএসসি পরীক্ষায় উপজেলার ৬টি কেন্দ্র ও ৬টি ভেন্যুতে ১১৭৮জন ছেলে ও ১৪৬৮ জন মেয়ে এবং জেডিসিতে ২টি কেন্দ্র ও ১টি ভেনু কেন্দ্রে ৮৮৩ জন ছেলে ও ৯৩৬ জন মেয়ে অংশ নেবে। ইতিমধ্যে কেন্দ্র ও ভেন্যু কেন্দ্রগুলো পরীক্ষা নেয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ।
মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, আমার বিদ্যালয় থেকে মোট ২৭৭ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন। এছাড়া এই কেন্দ্রের আওতায় আরও দুটি ভেন্যু কেন্দ্র মিলিয়ে মোট ১৩১১ শিক্ষার্থী পরীক্ষা দিবে।
মঠবাড়িয়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক রুহুল আমীন জানান, গত বছরের চেয়ে এবছর জেএসসি পরীক্ষায় ৫৭জন শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯৭জন। শিক্ষার্থীদের প্রস্তুতিও বেশ ভাল। বিগত বছরের ন্যায় এবারও আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাল ফলাফল করবে বলে আমি আশাবাদী।
বুখইতলা বান্ধবপাড়া গ্রামের অভিভাবক এমাদুল হক অভিযোগ করেন তার মেয়ে স্থানীয় বিবিএস মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে সরকারি ১শ ৫০ টাকার পরিবর্তে ৩শ ৫০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন।
এছাড়াও বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা কর্তৃপক্ষ জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের লক্ষ্যে শিক্ষার্থীদের নিকট হইতে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে বলে কতিপয় অভিভাবকের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





