বুদ্ধি প্রতিবন্ধী তরুনী ধর্ষণের অভিযোগ ঘটকের বিরুদ্ধে!

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় হত দরিদ্র বুদ্ধি প্রতিবন্ধী এক তরুনী (১৯) কে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত ঘটক শামসের আলম (৬০) এর বিরুদ্ধে। অভিযুক্ত শামশের আলম উপজেলার তাফালবাড়িয়া গ্রামের মৃত. চেরাগ আলী দফাদারের ছেলে।
বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুনীর মা জানান, কথিত ঘটক শামসের আলম তার ভাতিজি‘র বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসেন। বিয়ের প্রস্তাবের কথা বার্তার সূত্র ধরে ঘটক তার বাড়িতে প্রায়ই আসতো। গত মঙ্গলবার (৩ আগষ্ট) তিনি তার ভাই-ভাবিকে জানানোর জন্য এবং ভাতিজিকে তৈরি করার জন্য স্বামীকে নিয়ে বাবার বাড়িতে যান। ঘটনাটি লম্পট শামসের আলম জানতে পেরে ওই দিন বিকেলে তার বাড়িতে এসে ওই তরুনী ও তার ছোট বোনের (১০) সাথে গল্প শুরু করে। গল্পের এক ফাঁকে ছোট শিশুটি অন্যান্য ছোট শিশুদের সাথে খেলার জন্য ঘর থেকে বাইরে বেড়িয়ে যায়। অনেক সময় পরে ফিরে এসে ওই শিশুটি তার বড় বোনকে (ওই তরুনী) উঠানে দাড়িয়ে জিজ্ঞেস করে বাবা বাড়িতে আসছে? ছোট শিশুদের কথা শোনার সাথে সাথে লম্পট শামসের ঘর থেকে লাফিয়ে পরে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই তরুনী ঘটনা পরিবারের কাছে খুলে বলে।
এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত শামশের আলম এর বাড়িতে গেলে স্থানীয় লোকজনের সামনে বিমর্ষ অবস্থায় ঘটনা অস্বীকার করেন। তবে কথার এক পর্যায় বিয়ের প্রস্তাব নিয়ে ওই তরুনীর বাবার সাথে কথা হয়েছে বলেও স্বীকার করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, গণ মাধ্যমকর্মীদের কাছে ঘটনাটি শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





