বুদ্ধিজীবী দিবসের আলোচনায় অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের সাহায্য চাইলেন ইউএনও

স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাহায্য চাইলেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ। শুক্রবার (১৪ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভায় সভাপতির ভাষনে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন ঠিক তেমনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সকল মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এজন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই। এই চাওয়াই হোক আমার শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রত্যাশা। তিনি আরও বলেন, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য আপনাদের সবার অগ্রণী ভূমিকা পালন করা দরকার। কেননা, আপনারা এই সমাজেরই মুরব্বী। আপনারা জাতীর সূর্য সন্তান, আপনাদের প্রতি মানুষের এখনও আস্থা আছে।
এর আগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মুজিবুল হক খান মজনু, সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, অফিসার ইনচার্জ শওকত আনোয়ার ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহা আলম দুলাল, এমাদুল হক খান প্রমূখ।
শেষে সন্ধ্যায় উদীচীর পরিচালনায় ও শিল্পকলা একাডেমিসহ সকল সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে গীতি আলখ্য আলোর মিছিল পরিবেশিত হয়।
Comments
আরও পড়ুন





