বুখইতলা বান্ধবপাড়ায় বিষ প্রয়োগে মাছ মারার ঘটনায় থানায় জিডি
স্টাফ রিপোর্টার: উপজেলার বুখইতলা বান্ধবপাড়ার ঘের মালিক মজিবর রহমান মুন্সীর ঘেরে আবারও অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ ধরে লুট ও মারার ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে। রোববার (২৫ আগষ্ট) রাতে ঘের মালিক এ সাধারণ ডায়েরীটি করেন।
ডায়রী সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত. মোবারক আলী মুন্সীর পুত্র মজিবর রহমান তার বাড়ীর সামনে প্রায় দেড় একর জমিতে দীর্ঘ কয়েক বছর ধরে মাছের ঘের করে গলদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। গত শুক্রবার দিনগত রাতে অজ্ঞাত নামা লোকজন ঘেরে ডায়াজিনন নামক কীটনাশক দিয়ে প্রায় ১৮ হাজার চিংড়ি মাছ ও অন্যান্য মাছসহ ৩/৪ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় এবং মরে নষ্ট হয়। পরের দিন সকালে স্থানীয় লোকজন দেখে ঘের মালিককে বিষয়টি অবহিত করেন।
ঘের মালিক মজিবর রহমান অভিযোগ করেন, এর আগেও গত ২৭ ডিসেম্বর’২০১৮ তারিখ দিনগত গভীর রাতে তার ঘেরে একই ভাবে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার ক্ষতিসাধন করে। ওই সময় তিনি এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন স্থানীয় একটি প্রতিপক্ষ তার ঘেরে বিষ প্রয়োগসহ বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





