বিড়ালের বাচ্ছা আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর সলিল সমাধি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিড়ালের বাচ্চা আনতে গিয়ে পুল থেকে খালে পড়ে পানিতে ডুবে রেজাউল ইসলাম (৯) নামের নূরানী মাদ্রাসা ছাত্র এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (১৫ মে) সকালে উপজেলার ধুপতি গ্রামে ঘটেছে। ঈদের দ্বিতীয় দিনের এ ঘটনায় এলাকার আনন্দের মধ্যে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। মৃত রেজাউল উপজেলার ধূপতি গ্রামের মাইনুল ইসলামের পুত্র।
থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ঘটনার দিন সকাল ৯টার দিকে শিশু রেজাউল প্রতিবেশী অপর শিশু ওমর (৭) কে নিয়ে নিকটবর্তী মধ্যম সোনাখালী গ্রামে বিড়ালের বাচ্চা আনতে যায়। এসময় দুই গ্রামের সীমানার খালের পুল দিয়ে পারাপারের সময় দু’শিশুই খালে পড়ে যায়। পানিতে ভাসতে ভাসতে এক জেলে শিশু ওমরকে উদ্ধার করতে পারলেও রেজাউল ¯্রােতে ভেসে যায়। পরে স্থানীয়রা খালে বহু খোজা খুজির পর নিখোঁজের সাড়ে তিন ঘন্টা পর দুপুর সাড়ে ১২টার সময় লাশ উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান- এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। এ মৃত্যু সম্পর্কে অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ পরিবারের স্বজনদের কাছে দেয়ার প্রক্রিয়া চলছে বলে আরও জানান।
Comments
আরও পড়ুন





