বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭ নং বেতমোর রাজপাড়া আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ¦ আবদুর রশিদ মানিক মিঞা সোমবার (২০ নভেম্বর) রাতে ঢাকা স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ৬ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শহীদ মোস্তফা খেলার মাঠ ও দুপুর ১২টায় বেতমোর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে ঘোপখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর প্রশাসক আরিফ-উল হক, মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম.এ কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিকদার, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র জেষ্ঠ্য পুত্র মোঃ রেজাউল আহসান বাচ্চু বাংলাদেশ বিমানে কান্ট্রি ম্যানেজার (কাতার), দ্বিতীয় পুত্র প্রফেসর ডা: মো: জাহিদুল আহসান মেনন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান (চক্ষুবিভাগ), ৩য় পুত্র মো: কামরুল আহসান মামুন ইসলামী ব্যাংক লিমিটেডের হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক, ৪র্থ পুত্র মো: বদরুল আহসান শামীম মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, ৫ম পুত্র মোঃ মনিরুল আহ্সান রিয়াজ কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের প্রভাষক, মোঃ নাজমুল আহ্সান মিরাজ এ্যাকশন এইড এর ইউথ প্রোগ্রাম ম্যানেজার এবং একমাত্র কন্যা মোসাম্মৎ জামিলা আক্তার লুনা মিরপুর ক্যামরিয়ান স্কুল এ- কলেজের প্রভাষক।
Comments
আরও পড়ুন





