বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরানখানী, দোয়া ও বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে শহীদ মিনার পাদদেশে স্মরণ সভায় প্রবীন আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সহ-সভাপতি এ.কে.এম সেলিম মিয়া, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, আ’লীগ সদস্য মিজানুর রহমান মিজু, যুবলীগ সভাপতি আবু হানিফ খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাছুম, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোপাল রায়, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু প্রমূখ।
Comments
আরও পড়ুন





