বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: মঠবাড়িয়ায় যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে কে.এম লতিফ ইনষ্টিটিউশন, সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, আ: ওহাবিয়া মহিলা সিনিয়র মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন সহ¯্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মুজিবুল হক খান মজনু, জেলা আ.লীগ সহ-সভাপতি স্বাচিপ নেতা অধ্যাপক ডা: এম. নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মো: রুহুল আমীন, সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, আ.লীগ নেতা ফজলুল হক মনি, সাংবাদিক মিজানুর রহমান মিজু, আবুল কালাম প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বাচিপ নেতা অধ্যাপক ডা: এম. নজরুল ইসলাম, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিরুজ্জামান প্রমুখ। এ দিন উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের মাঝে উন্নত মানের খাবার ও ফ্রি চিকিৎসা প্রদান করেন।
মঠবাড়িয়া সরকারী কলেজের উদ্যোগে র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কুদরাত-ই-খুদা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মোহসেনুল মান্না, অর্থনীতির প্রভাষক মিল্টন কুমার ঢালী, ছাত্রলীগ নেতা রায়হান, রিহান বাবু, হেলাল ও মেহেদী হাসান হৃদয় প্রমুখ।
স্থানীয় মহিউদ্দিন আহমেদ মহিলা কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আজিম উল-হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক তপন কুমার হালদার, প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না, কবিতা মদক, জুলহাস শাহীন প্রমুখ। এছাড়াও উপজেলার সকল বেসরকারী কলেজ, মাধ্যমিক, প্রাথমিক, মাদ্রাসায় পৃথক পৃথক ভাবে এ দিবসটি পালিত হয়।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে স্থানীয় সরকারী হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Comments
আরও পড়ুন





