বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর, পুলিশের গুলি, মেম্বর প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩নং মিরুখালী ইউপি নির্বাচনে মিরুখালী বাজারে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় আ‘লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য প্রার্থীর নির্বাচনী ও দলীয় অফিস ভাংচুর করা হয়েছে। এসময় দুইজন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি করেছে। এঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে। এসময় নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেম্বর প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মিরুখালী বাজার এলাকায় র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় ১০/১২টি মটর সাইকেলে ২০/২৫ জনের সশস্ত্র আরোহী মিরুখালী বাজারে প্রবেশ করে। এরপর তারা ইউপি নির্বাচনে আ’লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আবু হানিফ খানের আনারস প্রতীকের নির্বাচনী অফিস ও ইউনিয়ন যুবলীগের অফিস ভংচুর করে তান্ডব চালায়। এসময় হামলাকারীরা আবু হানিফ সমর্থক ৫নং ওয়ার্ড মেম্বর প্রার্থী বর্তমান মেম্বর মোঃ মোয়াজ্জেম হোসেনের মোরগ প্রতীকের অফিসও ভাংচুর করে। এ হামলায় কার্তিক (৭০) ও চুন্নু জমাদ্দার (৬৫) নামে ২জন আহত হয়। খবর পেয়ে থানা ও টহল পুলিশ দ্রুত উপস্থিত হয়ে ১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময় পুলিশ ৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোঃ ইউসুফ ডিলার (টিউবয়েল প্রতীক), বাদুরা গ্রামের শহীদ শরীফের ছেলে মাসুম বিল্লাহ মুন্না শরীফ (২৫) ও আঃ আজিজ পঞ্চাইতের ছেলে খোকন পঞ্চাইত (২৯) সহ তিনজনকে আটক করে। পরে রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন এর ভ্রাম্যমান আদালত বসিয়ে মেম্বর প্রার্থী ইউসুফ ডিলারকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।
বিদ্রোহী প্রার্থী মোঃ আবু হানিফ খান হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় তার প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আ’লীগের সভাপতি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুছ সোবাহান শরীফের সমর্থকদের দায়ী করে বলেন, এর আগেও ঘটনার দিন বিকেলে ঝাউতলা বাজারে নির্বাচনী অফিস ও মাইক ভাংচুর করে। সুষ্ঠ নির্বাচন হলে নৌকা প্রার্থীর ভরাডুবি হবে জেনে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে আবু হানিফ খান জানান।
৫নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী মোয়াজ্জেম হোসেন (মোরগ প্রতীক) এর ছেলে আহমদ কলিম জানান, টিউবয়েল প্রতীকের মোঃ ইউসুফ ডিলারের বিরুদ্ধে তাদের অফিস ভাংচুরের অভিযোগ করেন।
যদিও আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবদুছ সোবাহান শরীফ তার ও তার সমর্থকদের বিরুদ্ধে আনা হামলা ও অফিস ভাংচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, শুক্রবার বিকেলে ঝাউতলা ও সন্ধ্যায় মিরুখালী বাজারে আমার নৌকা মার্কার মিছিলে বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্ত্রাসীরা ঢুকে বিদ্রোহী প্রার্থীর অফিস ভাংচুর করে আমার ও আমার কর্মী সমর্থকদের ওপর দোষ চাপাচ্ছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছিল স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এঘটনায় আটক দুজনকে পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে তিনি আরও জানান।
Comments
আরও পড়ুন





