বিজয় মাসের ফেরীওয়ালা
শাকিল আহমেদঃ মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠতম গৌরব ও অহংকারের দিন। বিজয়ের চেতনায় সাধারণ মানুষকে উজ্জীবিত করতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ছোট-বড় নানা ধরণের পতাকাসহ দুই অতিথি ফেরীওয়ালার আগমন ঘটেছে। এর একজনের নাম মোঃ সেলিম মিয়া (৫০), অপর জন মোঃ অভি (১৯)। সেলিমের বাড়ি মাদারীপুর জেলা শহরে। আর অভির বাড়ি একই জেলার শিবচর থানার বাঘমারা গ্রামে। ওরা মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও অমর ২১ শে ফেব্র“য়ারীসহ বিভিন্ন দিবসে জাতীয় পাতাকা বিক্রির জন্য ছুটে যায় দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। অভি পেশায় একজন চা বিক্রেতা। শিবচরের বাঘমারা বাজারে ওর ছোট্ট একটি চায়ের দোকান আছে। অভি জানায়, বছরের গুরুত্বপূর্ণ দিবসগুলোতে ঢাকা থেকে তৈরী করা জাতীয় পতাকা ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। এ বছর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১লা ডিসেম্বর ঢাকা থেকে ১২ হাজার টাকার ছোট-বড় পতাকা ক্রয় করে বিক্রির জন্য দেশের দক্ষিণাঞ্চলে আসে। ইতিমধ্যে অভি পিরোজপুর, ভান্ডারিয়া, কাউখালী, জিয়ানগরসহ বেশ কিছু উপজেলায় পতাকা বিক্রি করে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মঠবাড়িয়ায় এসেছে। মঠবাড়িয়ায় ১৬ ডিসেম্বর ১২টা পর্যন্ত পতাকা বিক্রি করে আবার পুরোনো পেশায় ফিরে যাবে। সেলিম মিয়া জানান, জাতীয় দিবসগুলোতে তিনি বহু বছর ধরে ফেরী করে এভাবে পতাকা বিক্রি করে আসছেন। তিনি প্রতিদিন শহরের বিভিন্ন অলি-গলিতে ঘুরে ১৮’শ থেকে ২ হাজার টাকার পতাকা বিক্রি করেন।
Comments
আরও পড়ুন





