বিজয় দিবসের প্রস্তুতি সভায় প্রায়ত মুক্তিযোদ্ধাদের স্মরনে দোয়া মাহফিল ॥ ১৫টি সাব কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ১৬ ডিসেম্বর -১৭ মহান বিজয় দিবস পালন উপল্েয মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জিএম সরফরাজ এর সভাপতিত্বে সভায় শুরুতেই প্রয়াত সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদ, মঠবাড়িয়া মুক্তিবাহিনীর কমান্ডার ক্যাপ্টেন (অব.) আলতাফ হোসেন ও মো: ফজলুল হক ফরাজীর স্মরণে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং দোয়া মোনাজাত অনুষ্টিত হয়।
এসময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বশির আহমেদ, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, মাদ্রাসা সুপার মাও. অহিদুজ্জামান শাজাহান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসরাত জাহান মমতাজ প্রমুখ। শেষে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সর্বসম্মতিক্রমে ১৫টি সাব কমিটি গঠন করা হয়।
Comments
আরও পড়ুন





