বিএনপির বর্ষিয়ান নেতা দিলওয়ার মুন্সীর দাফন সম্পন্ন: জীবিতকালে তিনি সবার কাছে অভিভাবকের মত ছিলেন-জানাযায় বক্তারা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সভাপতি প্রবীন নেতা প্রয়াত দিলওয়ার হোসেন মুন্সির জানাযা সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় সাংসদ, ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের ঢল নামে।
এ সময় বক্তব্য রাখেন মঠবাড়িয়ার সাংসদ ডা. রুস্তুম আলী ফরাজী, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. এম. নজরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান, বিএনপির সাবেক কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক কর্ণেল (অব:) শাহজাহান মিলন, কৃষকদল নেতা জামাল উদ্দিন খান মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বিএনপি নেতা তরিকুল ইসলাম জহির ও কেএম হুমায়ুন কবির প্রমূখ। বহেরাতলা জামে মজিদে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বক্তারা বলেন, দিলওয়ার হোসেন মুন্সী দীর্ঘ ৩৮ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত। এর মধ্যে ২৩ বছর তিনি দলের সভাপতি ও আহবায়কের দায়িত্ব পালন করেন। বিএনপি ক্ষমতা থাকাকালেও অপর দলের সাথে তিনি সুসম্পর্ক বজায় রেখেছেন। এজন্য তিনি সবার প্রিয় পাত্র ছিলেন। এছাড়াও সকল মানুষের কাছে এ প্রবীন নেতা অভিভাবকের মত ছিলেন।
উল্লেখ্য, দিলওয়ার হোসেন মুন্সি (১০০) রোববার বিকাল ৩টায় শহরের বহেরাতলাস্থ মুন্সিবাড়ি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন। তিনি ২ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Comments
আরও পড়ুন





